কোর্সটি সম্পর্কে জানুন
ইলমুস সরফ কোর্স সম্পর্কে বিস্তারিত:
প্রতিটি ভাষা শেখার জন্য ঐ ভাষার ব্যাকরণ জানা খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষার ব্যাকরণ কয়েকটি অংশে বিভক্ত তন্মধ্যে ইলমুস সরফ একটি গুরুত্বপূর্ণ অংশ। সরফ শব্দের অর্থ হচ্ছে “শব্দতত্ত্ব”। ইলমুস সরফ অংশে শব্দের পরিবর্তনের জ্ঞান নিয় আলোচনা করা হয়। কেউ যদি আরবি ভাষা শিখতে চায় তার কিছু মৌলিক করনীয় রয়েছে তন্মধ্যে একটি হলো বেশি বেশি শব্দ আয়ত্ব করা। যদি আমরা শব্দ না জানি তাহলে ব্যাকরণ এর সঠিক ব্যবহার করতে পারবোনা। আর এই শব্দের রূপান্তর নিয়ে আলোচনা করে ইলমুস সরফ।
ভাষার মূল হচ্ছে অর্থবোধক শব্দ। শব্দ ছাড়া ভাষা কল্পনা করা যায়না। আর শব্দের মত এতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইলমুস সরফ আলোচনা করে।
কোর্সটি করে যা শিখবেন?
যেকোনো শব্দের বিশ্লেষণ করতে পারবেন।
তালিলের বেসিক বিষয় জানতে পরবেন।
ইলমুস সরফের কঠিন বিষয়গুলোর সহজ পদ্ধতিতে সমাধান পাবেন।
কুরআন মাজিদের যেকোনো শব্দের তাহকীক করতে পারবেন।
কুরআন মাজিদে ব্যবহৃত সকল মাসদার শিখতে পারবেন।
খুব সহজেই যেকোনো শব্দের বাব নির্ণয় করতে পারবেন।
সর্বোপরি সরফ শাস্ত্রের মৌলিক ধারণা পাবেন।
কোর্সটি যাদের জন্য:
যারা একেবারে শুরু থেকে ইলমুস সরফ শিখতে চাচ্ছেন।
ইলমুস সরফের ব্যাসিক যারা ক্লিয়ার করতে চাচ্ছেন।
যার সরফ পড়ার ভীতি দূর করতে চাচ্ছেন।
কুরআন মাজিদে ব্যবহৃত সকল মাসদার যারা শিখতে চাচ্ছেন।
যারা যেকোনো শব্দের বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করতে চাচ্ছেন।
সরফ শাস্ত্রের মাজা যারা উপভোগ করতে চাচ্ছেন।
যারা জেনারেল লাইনে পড়েন কিন্তু আরবি ব্যকরণ শিখতে চাচ্ছেন।
ইলমুন নাহু কোর্স সম্পর্কে বিস্তারিত:
প্রতিটি ভাষা শেখার জন্য ঐ ভাষার ব্যাকরণ জানা খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষার ব্যাকরণ কয়েকটি অংশে বিভক্ত তন্মধ্যে ইলমুন নাহু একটি গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো ভাষার জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে উপকারী ও কার্যকরী পদক্ষেপ হলো ঐ ভাষা ব্যবহার করা। শব্দার্থ আয়ত্ব করে ভাষাকে যথাপোযুক্ত ব্যবহার করতে কিছু নিয়মকানুন জানা আবশ্যক। এ জন্যই রচিত হয়েছে নাহুশাস্ত্র।
আরবিভাষা বিশেষজ্ঞগণ বলেছেন- اَلنَّحْوُ فِيْ الْكَلَامِ كَالْمِلْحِ فِيْ الطَّعَامِ অর্থাৎ খাবরের স্বাদ সৃষ্টিতে লবণের প্রভাব যতটুকু, ভাষার ক্ষেত্রে নিয়মের প্রভাবও ততটুকু। এখন চিন্তা করে দেখুন, আমরা এক প্লেট ভাতের সাথে কী পরিমাণ লবণ ব্যবহার করে থাকি। ঠিক ভাষার ক্ষেত্রে সে পরিমাণ শব্দ আয়ত্ব করেই ব্যাকরণ ব্যবহার করতে হবে। এমন চিন্তা-চেতনা মাথায়া রেখেই আমরা আমদের কোর্সটি সাজিয়েছি।
কোর্সটি করে যা শিখবেন?
অর্থব্যতীত ৭০% মৌলিক তারকীব করতে পারবেন।
ইবারত পড়তে পারার কৌশল জানতে পরবেন।
ইলমে নাহুর কঠিন বিষয়গুলোর সহজ পদ্ধতিতে সমাধান পাবেন।
বাংলা যেকোনো বাক্য অনায়াসে আরবি করতে পারবেন।
আরবি বাক্যের সাবলিল অর্থ তুলতে পারবেন।
মাতৃভাষার আলোকে নাহু জটিল বিষয়গুলো শিখতে পারবেন।
সর্বোপরি নাহু শাস্ত্রের মৌলিক একটি ধারণা পাবেন।
কোর্সটি যাদের জন্য:
যারা একেবারে শুরু থেকে ইলমুন নাহু শিখতে চাচ্ছেন।
ইলমুন নাহু ব্যসিক যারা ক্লিয়ার করতে চাচ্ছেন।
যার নাহু পড়ার ভীতি দূর করতে চাচ্ছেন।
যারা আরবি ইবারত পড়ার যোগ্যতা অর্জন করতে চাচ্ছেন।
নাহু শাস্ত্রের মাজা যারা উপভোগ করতে চাচ্ছেন।
সর্বোপরি ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকাসহ সকল আগ্রহীর জন্যই এই কোর্সটি সাজানো হয়েছে।
প্রাকটিক্যাল ইবারত শিক্ষা কোর্স সম্পর্কে বিস্তারিত:
বিশুদ্ধ করে আরবি ইবারত পড়তে পারা ছাত্র শিক্ষক প্রত্যেকের জন্যই অতি গুরুত্বপূর্ণ। কিতাব পড়তে দিলে অনেকেই থতো মতো খেয়ে বসি অনেক সাহস করে মুখ দিয়ে একটি শব্দও আওয়াজ দিতে চায় না। দীর্ঘ বছর ধরে মাদরাসায় পড়ার পরও একটা কিতাব খুলে পড়াটা কেন আতংকের? আপনারও কি আতংক লাগে? তা হাল আসুন মাত্র ৩টি ভিডিও দেখলেই আপনার আতংক আগ্রহে পরিণত হবে। ভয়কে জয় করে আপনি হবেন নির্ভীক। সে জন্য অনেক বেশী কিছুর দরকার হয়না। শুধুমাত্র ও এর প্রয়োগটি দেখিয়ে দিলেই আপনি যে কোন ইবারতে হরকত দিতে পারবেন। সেই সাথে বা ক্রিয়ার রূপান্তরগুলিও আমরা ধরিয়ে দিব ইনশাআল্লাহ।
কোর্সটি করে যা শিখবেন?
ইবতেদায়ী থেকে শুরু করে যে কোন আরবি পাঠ্যপুস্তক শুদ্ধরূপে পড়তে পড়াতে ও অর্থ করতে পারবেন।
হাদীস, তাফসীর, ফিকহ ফতোয়াসহ যেকোনো বড় আরবি কিতাব অনায়াসে বিশুদ্ধ পাঠ ও অর্থ উদ্ধার করতে পারবেন।
শিক্ষকতা, ইমামতি বা যেকোনো ভাইবা বোর্ডে কিতাব খুলে পড়তে দিলে আপনিই ধুমধাম করে বিশুদ্ধ ইবারত পড়তে ও অর্থ বুঝিয়ে দিতে পারবেন।
নিজের ঈমান আমল হেফাজতের জন্য এবং অন্যকে উপদেশ ও ওয়াজ নসীহাতের জন্য মূল কিতাব থেকে জ্ঞানার্জন করো সুযোগ্য আলেম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।
কোর্সটি যাদের জন্য:
যারা একেবারে শুরু থেকে আরবি কিতাবের ইবারত পড়া শিখতে চাচ্ছেন।
যারা আরবি ২য় পত্রের জ্ঞানকে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে ইবারত পড়া শিখতে চাচ্ছেন।
যারা প্রতিটি শব্দ ধরে ধরে নাহু সংশ্লিষ্ট বিষয় বুঝে শুনে অধ্যয়ণ করতে চাচ্ছেন।
যারা প্রতিটি শব্দ ধরে ধরে সাবলীলভাবে সহজে অর্থ উদ্ধার করতে চাচ্ছেন।
ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকাসহ সকল আগ্রহীর জন্যই এই কোর্সটি সাজানো হয়েছে।